পর্যায় সারণি 18 নম্বর গ্রুপে নিষ্ক্রিয় গ্যাসের অবস্থান। নিষ্ক্রিয় গ্যাস সমূহ মানুষের দৈনন্দিন জীবনে অনেক কাজে লাগে।


হিলিয়ামের ব্যবহার :

১. অদাহ্য ও হালকা হওয়ায় আবহাওয়া পরীক্ষার যে বেলুন আকাশে ওড়ানো হয় তার ভেতর হিলিয়াম ব্যবহার করা হয়।

২. উড়োজাহাজের টায়ার স্ফীত করার কাজে হিলিয়াম ব্যবহার করা হয়।
৩. হিলিয়ামের দ্রাব্যতার জন্য একে অক্সিজেনের সাথে মিশ্রিত করে ডুবুরিরা শ্বাসকার্যে ব্যবহার করে।
৪. অক্সিজেন ও হিলিয়ামের মিশ্রণ হাঁপানি রোগের চিকিৎসায় ব্যবহার করা হয়।
৫. কম তাপমাত্রায় গবেষণার জন্য গবেষণাগারে হিলিয়াম ব্যবহার করা হয়।

৬. প্রতিপ্রভা(Fluorescent) নলে নিয়ন গ্যাসের সাথে হিলিয়াম ব্যবহার করা হয়।