হিলিয়াম পর্যায় সারণির প্রথম পর্যায় এবং 18 নম্বর গ্রুপের মৌল হওয়ায় এর যোজনী শূন্য।
হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস। আমরা জানি, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে তার সর্বশেষ ইলেকট্রনটি যদি s-অরবিটালে প্রবেশ করে, তবে সেই s-অরবিটালে যতটি ইলেকট্রন থাকবে সেই ইলেকট্রন সংখ্যাই ঐ মৌলের যোজনী নির্দেশ করে। সেই অনুযায়ী হিলিয়াম এর যোজনী দুই হওয়ার কথা।
কিন্তু হিলিয়াম যেহেতু নিষ্ক্রিয় গ্যাস, সেহেতু এর যোজনী শূন্য।
Leave a comment