হিলিয়াম একটি নিষ্ক্রিয় গ্যাস। এর ইলেকট্রন বিন্যাস 1s² . ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এর শেষ কক্ষপথে দুটি ইলেকট্রন বিদ্যামান। তাই হিলিয়াম এর অবস্থান পর্যায় সারণির 2- নম্বর গ্রুপে হওয়া উচিত। যেহেতু প্রথম শক্তিস্তরে 1s ছাড়া অন্য অরবিটাল সম্ভব নয় কাজেই হিলিয়ামের শেষ কক্ষপথ ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। এজন্য He – একটি নিষ্ক্রিয় গ্যাস। হিলিয়ামের শেষ শক্তিস্তরে ইলেকট্রন বিন্যাস 2- নম্বর গ্রুপের অনুরূপ হওয়ায় হিলিয়াম গ্রুপ-2 মৌল সমূহের বৈশিষ্ট্য, সক্রিয়তা প্রদর্শন করার কথা। কিন্তু গ্রুপ -২ এর মৌল সমূহ মৃৎক্ষার ধাতু। কিন্তু হিলিয়াম নিষ্ক্রিয় গ্যাস হওয়ায় একই গ্রুপে রাখা হলে পর্যায় সারণির মূল উদ্দেশ্য ব্যাহত হয়।
এজন্য হিলিয়ামকে গ্রুপ 2 এ না রেখে 18 নম্বর গ্রুপে অর্থাৎ নিষ্ক্রিয় গ্যাসের সাথে রাখা হয়।
Leave a comment