হিউমাস ও হরাইজোন কাকে বলে?

হিউমাস : হিউমাস হল অ্যামাইনো এসিড, প্রোটিন, চিনি, অ্যালকোহল, চর্বি, লিগনিন, তেল ইত্যাদি যৌগের সমন্বয়ে গঠিত এক বিশেষ জটিল পদার্থ।

 হরাইজোন : মাটিকে চারটি স্তরে বিভক্ত করা হয়। মাটির এ প্রতিটি স্তরকে হরাইজোন বলে।

 মাটির চারটি স্তর হচ্ছে-  হরাইজোন A, হরাইজোন B, হরাইজোন C, হরাইজোন D.