শিক্ষা প্রযুক্তি বিজ্ঞানের মূল স্তম্ভের মধ্যে একটি হল হার্ডওয়্যার প্রযুক্তি। যান্ত্রিক বিষয়বস্তু ও যন্ত্রপাতির প্রয়ােগ হল হার্ডওয়্যার প্রযুক্তি। কম্পিউটার সিস্টেমের যান্ত্রিক বা ভৌত অংশকে বলে হার্ডওয়্যার। এই হার্ডওয়্যার প্রযুক্তির অন্তর্গত হল শ্রবণ ভিওিক উপকরণ, দর্শনভিত্তিক উপকরণ। নীচে হার্ডওয়্যার প্রযুক্তির বৈশিষ্ট্যগুলি উল্লেখ করা হল-
(১) শ্রবণ-দর্শন উপকরণের ব্যবহার : হার্ডওয়্যার প্রযুক্তিতে শ্রবণ-দর্শনভিত্তিক উপকরণ, চার্ট, মডেল, স্লাইড, অডিও ক্যাসেট, নানান সূক্ষ্ম গ্যাজেট, শিক্ষণ মেশিন, কম্পিউটার ইত্যাদির সাহায্যে শিক্ষা অতি সহজে শিক্ষার্থীর কাছে পৌছে দেওয়া যায়।
(২) ব্যক্তি বৈষম্য অনুযায়ী শিক্ষণ : এই প্রযুক্তির মাধ্যমে ব্যক্তিগত বৈষম্য অনুযায়ী শিখন সম্ভব হয়।
(৩) একসঙ্গে অনেক শিক্ষার্থীকে শিক্ষাদান : হার্ডওয়্যার প্রযুক্তির সাহায্যে একসঙ্গে অনেক শিক্ষার্থীকে শিক্ষাদান প্রক্রিয়ায় যুক্ত করা যায়।
(৪) বিজ্ঞান ও প্রযুক্তির প্রয়ােগ : বিজ্ঞান ও প্রযুক্তির অভূতপূর্ব উন্নতির একটি প্রধান প্রয়োগ হল হার্ডওয়্যার প্রযুক্তি।
(৫) ফিডব্যাক প্রদান : শিক্ষণ-শিখন প্রক্রিয়ায় এই প্রযুক্তিতে প্রয়ােজনীয় feedback সরবরাহ করা হয়।
(৬) স্বল্প খরচ : এই প্রযুক্তিতে অনেক কম খরচে একসঙ্গে অনেককে শিক্ষা দেওয়া সম্ভব হয়।
(৭) সাফল্য আনয়ন : শিক্ষার্থীদের সক্ষমতা অনুযায়ী সর্বাধিক সাফল্য অর্জনে সহায়তা করে।
(৮) স্বয়ং শিখন : হার্ডওয়্যার প্রযুক্তিতে স্বয়ং শিখনের সুযােগ অনেক বেশি।
Leave a comment