হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য নিম্নরূপ :

১. যেসকল ভৌত ডিভাইস দিয়ে কম্পিউটার তৈরি তাদেরকে হার্ডওয়ার বলে।

অপরদিকে সফটওয়্যার হলো একসেট নির্দেশনা বা কম্পিউটার কে কি কাজ করতে হবে তার নির্দেশনা দেয়।

২. হার্ডওয়ারকে স্পর্শ করা যায়, কিন্তু সফটওয়্যারকে স্পর্শ করা যায় না।

৩. হার্ডওয়ার হলো কম্পিউটারের দেহ, কিন্তু সফটওয়্যার হলো কম্পিউটারের প্রাণ।

৪. কী-বোর্ড, মাউস, মনিটর, প্রিন্টার ইত্যাদি সফটওয়্যার এর উদাহরণ।
অপরদিকে উইন্ডোজ 2007, 2008 ইত্যাদি সফটওয়্যার এর উদাহরণ।