হার্টবিট, হার্ট অ্যাটাক, হার্ট ব্লক কাকে বলে?
হার্টবিট : হৃদপিন্ডে সিস্টোল ও ডায়াস্টোলের মাধ্যমে সর্বক্ষণ ছন্দের আকারে স্পন্দিত হয়ে দেহের রক্ত প্রবাহিত করে এই স্পন্দনকে হার্টবিট বলে।
হার্ট অ্যাটাক : হৃদপিন্ডের করোনারি ধমনী কোন কারণে বন্ধ হয়ে গেল হৃদপেশীর রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে তাকে হার্ট অ্যাটাক বলে।
হার্ট ব্লক : হৃদপিন্ডের স্পন্দন প্রবাহ উৎপাদন ত্রুটিপূর্ণ হলে বা উৎপন্ন প্রবাহ সঠিক পথে প্রবাহিত না হলে তাকে হার্ট ব্লক বলে।
Leave a comment