হাইড্রোজেন সালফাইডের জলীয় দ্রবণ অম্লীয়।
কারণ এর জলীয় দ্রবণে প্রোটন আয়ন (H+) ত্যাগ করে। এই প্রোটন আয়ন নীল লিটমাসকে লাল লিটমাসকে পরিণত করে।
H₂S(aq) <—–> H+(aq)+HS-(aq)
নীল লিটমাস + H+(aq) ——> লাল লিটমাস
আবার, সোডিয়াম হাইড্রোক্সাইড এর সাথে বিক্রিয়া করে লবণ ও পানি গঠন করে।
H₂S(g) + 2NaOH(aq) —–> Na₂S(aq) + 2H₂O(l)
সেজন্য বলা যায়, হাইড্রোজেন সালফাইড এর জলীয় দ্রবণ অম্লধর্মী।
Leave a comment