হাইড্রোজেন গ্যাস উৎপাদনের অনেক পদ্ধতি রয়েছে। তারমধ্যে পানির তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি অধিকতর সহজ ও লাভজনক পদ্ধতি।
তড়িৎ বিশ্লেষণ পদ্ধতিতে পানির নিম্নমুখী অপসারণ দ্বারা হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়। এক্ষেত্রে দুটি টেস্টটিউবকে পানি দ্বারা পূর্ণ করে উলম্বভাবে একটি পানির পাত্রে স্থাপন করা হয়। টেস্টটিউব দুটির মুখে তড়িৎদ্বার হিসেবে প্লাটিনাম পাত ববহার করা হয়।
এখন নিম্ন বিভবের বিদ্যুৎ পানির মধ্যে চালনা করলে পানির তড়িৎ বিশ্লেষণ ঘটে। এতে করে অ্যানোডে অক্সিজেন গ্যাস ও ক্যাথোডে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয়। অ্যানোড ও ক্যাথোডে উৎপন্ন গ্যাসের চাপের কারণে টেস্ট টিউবের খোলা মুখ দিয়ে পানি বের হয়ে আসে।
এভাবে হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করা হয়।
4H₂O <——> 4OH- + 4H+
অ্যানোড বিক্রিয়াঃ
4OH- ——> 2H₂O + O₂
ক্যাথোড বিক্রিয়াঃ
4H+ ——> 2H₂
Leave a comment