হাইড্রোজেন হচ্ছে অধাতু। কারণ, হাইড্রোজেনের ধাতুর মত বৈশিষ্ট্য যেমনঃ আঘাত করলে শব্দ হয় না, উজ্জ্বল নয়, ঘাত সহনশীল নয়। এটি সবচেয়ে হালকা দ্বি-মৌলিক গ্যাস। এই কারণে হাইড্রোজেন ধাতু নয়, বরং হাইড্রোজেন একটি অধাতব মৌল।