হাইড্রোজেন এর যোজনী 1.
আমরা জানি, কোন মৌল এর নিকটতম নিষ্ক্রিয় গ্যাস অপেক্ষা যতটি ইলেকট্রন কম অথবা বেশি থাকে সেই ইলেকট্রন সংখ্যাই ঐ মৌলের যোজনী নির্দেশ করে।
যেমনঃ হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হচ্ছে হিলিয়াম (He)। হিলিয়াম অপেক্ষা হাইড্রোজেনের একটি ইলেকট্রন কম আছে। হাইড্রোজেন হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস অর্জন করতে আরও একটি ইলেকট্রন প্রয়োজন। এজন্য হাইড্রোজেনের যোজনী 1.
অথবা, কোন মৌলের ইলেকট্রন বিন্যাসে এর যোজনী শক্তিস্তরে যতটি বেজোড় ইলেকট্রন থাকে ঐ বেজোড় ইলেকট্রনের সংখ্যাই ঐ মৌলের যোজনী নির্দেশ করে।
এক্ষেত্রে হাইড্রোজেনে ইলেকট্রন বিন্যাস করলে দেখা যায় এর 1s¹ অরবিটাল একটি বিজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে।
এজন্য হাইড্রোজেন এর যোজনী এক।
Leave a comment