পর্যায় সারণি এক নম্বর পর্যায় ও এক নম্বর গ্রুপে হাইড্রোজেনের অবস্থান। হাইড্রোজেনের নিকটতম নিষ্ক্রিয় গ্যাস হিলিয়াম থেকে একটি ইলেকট্রন কম থাকে। এর ইলেকট্রন বিন্যাস 1s¹ । হাইড্রোজেন অধাতব মৌল কিন্তু  ইলেকট্রন গ্রহণ ও বর্জন উভয় করতে পারে। এজন্য হাইড্রোজেন আয়নিক ও সমযোজী উভয় বন্ধন গঠন করতে পারে।


আয়নিক যৌগ গঠনঃ
 হাইড্রোজেন ধাতব পরমাণুর সাথে আয়নিক বন্ধন গঠন করতে পারে। হাইড্রোজেন ধাতব পরমাণু থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করে। অ্যানায়ন ধাতব ক্যাটায়নের সাথে স্থির বৈদ্যুতিক আকর্ষণ বলের মাধ্যমে আয়নিক বন্ধন গঠন করে থাকে।

যেমনঃ    2Li + H₂ ——> 2LiH

 এখানে লিথিয়াম হাইড্রোজেনকে একটি ইলেকট্রন দান করে ক্যাটায়ন গঠন করে। অপরদিকে হাইড্রোজেন লিথিয়াম থেকে একটি ইলেকট্রন গ্রহণ করে অ্যানায়ন গঠন করে। এই ক্যাটায়ন এবং অ্যানায়ন আয়নিক বন্ধন গঠন করে থাকে।

 

সমযোজী যৌগ গঠনঃ  হাইড্রোজেন অধাতব মৌল হওয়ায় অন্য আরেকটি অধাতব মৌলের সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী যৌগ গঠন করতে পারে।
যেমনঃ
             H₂ + Cl₂ ——> 2HCl
 

এখানে, হাইড্রোজেন ও ক্লোরিন পরস্পরের সাথে একটি করে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করে। কাজেই বলা যায় হাইড্রোজেন সমযোজী ও আয়নিক যৌগ গঠন করে।