কোন মৌলের সর্ববহিঃস্থ শক্তিস্তরে যতটি বিজোড় ইলেকট্রন বিদ্যমান থাকে তা ঐ মৌলের যোজনী নির্দেশ করে।
হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস নিম্নরূপ :
H (1) —-> 1s¹
H (1) —-> 1s¹
হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এর শেষ কক্ষপথে 1 টি বিজোড় ইলেকট্রন বিদ্যমান আছে। কাজেই হাইড্রোজেনের যোজনী 1.
আবার, কোন মৌলের শেষ কক্ষপথে যতটি ইলেকট্রন থাকে তার মোট সংখ্যাকে ঐ মৌলের যোজনী ইলেকট্রন বলে।
হাইড্রোজেনের ইলেকট্রন বিন্যাস থেকে দেখা যায় এর শেষ কক্ষপথে মোট 1 টি ইলেকট্রন আছে। কাজেই, হাইড্রোজেনের যোজনী ইলেকট্রন 1.
এখানে, হাইড্রোজেনের যোজনী ও যোজনী ইলেকট্রন 1 বা সমান।
সুতরাং বলা যায়, হাইড্রোজেনের যোজনী ও যোজনী ইলেকট্রন একই।
Leave a comment