আধুনিক সংজ্ঞা অনুসারে কোন মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর বলতে ঐ মৌলের একটি পরমাণুর ভর এবং কার্বন 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/ 12 অংশের অনুপাতকে বোঝায়। 

হাইড্রোজেনের পারমাণবিক ভর 1.008 কারণ হাইড্রোজেনের একটি পরমাণুর ভরকে, কার্বন- 12 আইসোটোপের একটি পরমাণুর ভরের 1/ 12 অংশ দ্বারা ভাগ করলে 1.008 পাওয়া যায়। 

যার কারণে হাইড্রোজেনের পারমাণবিক ভর 1.008 হয়।