একই মৌলের বিভিন্ন ভরযুক্ত পরমানু গুলিকে তাদের আইসোটোপ বলে।

হাইড্রোজেনের মোট সাতটি আইসোটোপ রয়েছে। এগুলি হলঃ ¹H, ²H, ³H, ⁴H, ⁵H, ⁶H, ⁷H. 

এরমধ্যে ¹H, ²H, ³H, এই তিনটি আইসোটোপ প্রাকৃতিক। বাকি আইসোটোপ গুলি পরীক্ষাগারে কৃত্রিমভাবে তৈরি করা হয়।