ধারা-১১ঃ দেশী দলিল (Inland instrument)—যে অঙ্গীকারপত্র, বিনিময়পত্র বা চেক (বাংলাদেশে) লিখিত বা প্রস্তুত এবং (বাংলাদেশে) প্রদেয় অথবা (বাংলাদেশ) এর কোন অধিবাসীর উদ্দেশ্যে লিখিত তাকে দেশী দলিল বলে।
দেশী দলিলের আবশ্যকীয় বিষয় (Requisites of Inland Instrument): কোন দলিল দেশী দলিল হিসেবে গণ্য হতে হলে তার নিম্নলিখিত বিষয়সমূহ থাকতে পারেঃ
(১) দলিলটি অবশ্যই বাংলাদেশে লিখিত ও পরিশােধ্য হতে হবে; বা
(২) দলিলটি অবশ্যই বাংলাদেশের সীমানার মধ্যে বসবাসকারী ব্যক্তিবর্গের প্রতি লিখিত হতে হবে, যদিও তা বিদেশে পরিশােধ্য হতে পারে। নােটের মত ইহা যেকোন ব্যক্তির নামে লিখিত হলে চলবে না, অর্থাৎ এরূপ দলিল বাংলাদেশের মধ্যে লিখিত ও পরিশােধ্য হওয়া প্রয়ােজন। যদি কোন বিনিময় বিল বাংলাদেশের অভ্যন্তরে যেকোন ঠিকানায় লিখিত হয়, তবে তা দেশী দলিল হিসেবে গণ্য হবে, এক্ষেত্রে বাংলাদেশের কোন নির্দিষ্ট স্থানে ইহা লিখিত হয়েছে তার উল্লেখ অপ্রয়ােজন [57 Cal. 730]।
দেশী দলিলের উদাহরণ (Illustration of Inland Instrument): নিম্নে কতিপয় দেশী দলিল এর উদাহরণ দেয়া হলঃ
(১) একটি দলিল ঢাকায় চট্টগ্রামস্থ এক ব্যবসায়ীর অনুকূলে লিখিত হল কিন্তু তা পৃষ্ঠাঙ্কন হয় প্যারিসে;
(২) একটি দলিল ঢাকায় রাজশাহীর এক ব্যবসায়ীর অনুকূলে লিখিত হল এবং পরিশােধের জন্য স্বীকৃতি হল আমেরিকায়;
(৩) একটি বিল সিলেটে ব্রাসেলস-এর এক ব্যবসায়ীর অনুকূলে লিখিত হল এবং তা ঢাকায় পরিশােধ্য বলে স্বীকৃত হল।
Leave a comment