মানসিক দিক থেকে প্রশান্তি যদি চাও
স্বেচ্ছাশ্রমে তুমি আত্মনিয়োগ দাও।
স্বেচ্ছাশ্রম বলতে সেই পরিশ্রমকেই বোঝানো হয় যে পরিশ্রম মানুষ জনকল্যাণমূলক কাজের জন্য নিজের ইচ্ছায় আত্মনিয়োগ করে। স্বেচ্ছাশ্রম হলো মানব জীবনের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ। এই কর্মকান্ড বিভিন্ন ক্ষুদ্র পরিসরেও করা যায় আবার অনেক বৃহৎ পরিসরে করা সম্ভব। স্বেচ্ছাশ্রমকে আমাদের দেশের সরকার উপলব্ধি করে জনসাধারণকে বৃক্ষরোপণ, নদীপুনঃ খনন, পুকুর, ডোবা, খাল, বিল, রাস্তাঘাট নির্মাণ ইত্যাদি সংস্কারের কাজে আসার আহ্বান জানিয়েছেন। কথায় আছে-দশের লাঠি একের বোঝা।
তবে অনেকাংশে এই আহবানের সাড়া মিলেছে। ইতিমধ্যেই কয়েকশ মাইল দীর্ঘ রাস্তা নির্মাণ সম্ভব হয়েছে অতি অল্প সময়ের মধ্যে। আবার বেশ কয়েকটি নদীতে পানি প্রবাহ দেখা দিয়েছে এমন উল্লেখযোগ্য নদী গুলো হল – কুষ্টিয়ার চুয়াডাঙ্গার চিত্রা নদী খনন, ময়মনসিংহের পুরাতন ব্রহ্মপুত্র নদ খনন এবং কুমিল্লা জেলার সুন্দরপুর খাল খনন, বরিশাল ও টাঙ্গাইলের রাস্তা নির্মাণ সহ অনেক গুরুত্বপূর্ণ কাজ করা সম্ভব হয়েছে একমাত্র স্বেচ্ছাশ্রম এর মাধ্যমে।
বাংলাদেশের শতকরা ৮0 ভাগ লোক গ্রামে বাস করে এবং এখনো তারা সঠিকভাবে শিক্ষার আলো থেকে বঞ্চিত। স্বেচ্ছাশ্রমী মানুষ যদি এসব মানুষের পাশে এসে দাঁড়ায় তাহলে বাংলাদেশের মানুষকে নিরক্ষরতার হাত থেকে মুক্তি দেওয়া সম্ভব এবং দরিদ্র বিমোচনেও স্বেচ্ছা শ্রমী মানুষদের এগিয়ে আসতে হবে আর এজন্য সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানসহ সরকারি এবং বিভিন্ন এনজিওগুলোকে সহায়তা প্রদান করছে। যারা স্বেচ্ছাশ্রম প্রদান করে তারাই আসলে দেশ প্রেমিক। তারা নিজের স্বার্থের কথা না ভেবে জনকল্যাণ কাজে নিজেকে আত্মনিয়োগ করে।
Leave a comment