কাঠ হলো বিটা-D গ্লুকোজের পলিমার, যা সেলুলোজ নামে পরিচিত। স্বল্প বাতাসে কাঠ পোড়ালে কাঠের অপূর্ণ দহন ঘটে। কাঠের দহনে কার্বন-মনোক্সাইড, জলীয়বাষ্প, তাপ শক্তি উৎপন্ন হয়। উৎপন্ন কার্বন মনোক্সাইড নিঃশ্বাসে গৃহীত হলে শরীরে অক্সিজেন পরিবহন ক্ষমতা মারাত্মকভাবে হ্রাস পায়। এর ফলে হার্ট অ্যাটাক স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি পায়। 

আবার কার্বন-মনোক্সাইড গ্রীন হাউজ গ্যাস হওয়ায় এটি পরিবেশের ব্যাপক ক্ষতি করে থাকে। তাই স্বল্প বাতাসে কাঠ পোড়ানো ক্ষতিকর।