প্রথমে কোন যৌগে বিদ্যামান উপাদান মৌলগুলির শতকরা সংযুতির সমষ্টি 100 কিনা তা দেখতে হবে। যদি 100 না হয় তবে অবশিষ্ট অংশ ওই যৌগে বিদ্যামান অক্সিজেন পরমাণু হবে। এরপর উপাদান মৌলগুলির শতকরা সংযুতিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করতে হবে। এরপর প্রাপ্ত ভাগফল গুলির মধ্যে ক্ষুদ্রতম ভাগফল দ্বারা প্রত্যেক ভাগফলকে পুনরায় ভাগ করতে হবে। এবার যে ভাগফল গুলি পাওয়া যাবে তা ওই যৌগে বিদ্যামান মৌল গুলি অনুপাত সংখ্যা নির্দেশ করে। এই অনুপাত সংখ্যা এবং তড়িৎ ঋণাত্মকতার ক্রম অনুসারে মৌলগুলিকে সাজালে স্থূল সংকেত পাওয়া যাবে।
উদাহরণঃ১
একটি যৌগে Na = 43.39% ;
C = 11.32% ; এবং O = 45.28% হলে, যৌগটির স্থূল সংকেত নির্ণয় কর।
প্রথমে যৌগটির উপাদান মৌল গুলির শতকরা সংযুতি সমষ্টি
= 99.99 কাজেই যৌগটিতে আর অন্য কোন মৌল নেই।
প্রতিটি মৌলের শতকরা সংযুতিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি।
C = 11.32 / 12 = 0.943
O = 45.28 / 16 = 2.83
এরপর প্রাপ্ত ভাগফল গুলির মধ্যে ক্ষুদ্রতম ভাগফল 0.943 দ্বারা প্রত্যেকে ভাগফলকে পুনরায় ভাগ করি।
C = 0.943 / 0.943 = 1
O = 2.83 / 0.943 = 3
যৌগটির উপাদান মৌল Na, C, O এদের অনুপাত যথাক্রমে 2:1:3
উদাহরণঃ২
একটি যৌগে H = 2.24% ;
প্রথমে যৌগটির উপাদান মৌলের গুলির শতকরা সংযুতি সমষ্টি
যা 100 হয়নি। কাজেই যৌগটিতে অন্য আরেকটি মৌল অক্সিজেনের পরিমান = 100 – 28.94
= 71.06 %
প্রতিটি মৌলের শতকরা সংযুতিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি।
C = 26.7 / 12 = 2.23
O = 71.06 / 16 = 4.44
এরপর প্রাপ্ত ভাগফল গুলির মধ্যে ক্ষুদ্রতম ভাগফল 2.23 দ্বারা প্রত্যেকে ভাগফলকে পুনরায় ভাগ করি।
C = 2.23 / 2.23 = 1
O = 4.44 / 2.23 = 2
যৌগটির উপাদান মৌল H, C, O এদের অনুপাত যথাক্রমে 1:1:2
উদাহরণঃ ৩
একটি যৌগে H = 25% ; C = 75% হলে, যৌগটির স্থূল সংকেত নির্ণয় কর।
প্রথমে যৌগটির উপাদান মৌলের গুলির শতকরা সংযুতি সমষ্টি
প্রতিটি মৌলের শতকরা সংযুতিকে তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা ভাগ করি।
C = 75 / 12 = 6.25
এরপর প্রাপ্ত ভাগফল গুলির মধ্যে ক্ষুদ্রতম ভাগফল 6.25 দ্বারা প্রত্যেকে ভাগফলকে পুনরায় ভাগ করি।
C = 6.25 / 6.25 = 1
যৌগটির উপাদান মৌল H, C এদের অনুপাত যথাক্রমে 4:1
Leave a comment