যে বিশ্লেষণ পদ্ধতিতে জৈব ও অজৈব কঠিন নমুনা 0.05g – 0.2g এবং
2ml – 4ml আয়তনের তরল নমুনা ব্যবহার করে বিশ্লেষণ কার্য সম্পন্ন করা হয় তাকে সেমি মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি বলে।
এই বিশ্লেষণ পদ্ধতিতে ব্যবহৃত নমুনার পরিমাণ ম্যাক্রো বিশ্লেষণ পদ্ধতি থেকে কম এবং মাইক্রো বিশ্লেষণ পদ্ধতি থেকে বেশি ব্যবহার করা হয়।
Leave a comment