সেমি মাইক্রো পদ্ধতিতে সেন্ট্রিফিউজ যন্ত্রের মাধ্যমে দ্রবন থেকে  অধঃক্ষেপ টেস্টটিউবের নিচে জমা করা হয়। এখন টেসটিউবের দ্রবন থেকে অধঃক্ষেপ পৃথক করার জন্য ক্যাপিলারি টিউবের মাধ্যমে টেস্টটিউবের তরল অংশকে আলাদা করা হয়। 

এভাবে সেমি মাইক্রো পদ্ধতিতে দ্রবন থেকে অধঃক্ষেপ পৃথক করা হয়।