ভারতীয় জনগণনা আয়ােগ অনুসারে যেসব জনবসতির লােকসংখ্যা কমপক্ষে 5,000 জন, জনঘনত্ব প্রতি বর্গ কিমিতে 400 জন এবং পুরুষকর্মীর ন্যূনতম 75 শতাংশ কৃষিকাজ ছাড়া অন্য কাজে নিযুক্ত সেইসব বসতিকে সেন্সাস শহর বলে।

বৈশিষ্ট্য

  • এসব শহর আয়তনে সবচেয়ে ছােটো বা সর্বনিম্ন শ্রেণির।

  • পৌর কাজকর্ম খুব একটা থাকে না।

  • সুউচ্চ অট্টালিকার প্রাধান্য নেই।

  • পাকা রাস্তার সঙ্গে অন্য রাস্তাও দেখা যায়।

ভারতীয় জনগণনা আয়ােগ জনসংখ্যা অনুযায়ী ভারতের পৌর বসতিগুলিকে 6টি ভাগে ভাগ করেছে। যেমন一

(১) প্রথম শ্রেণির শহর (1 লক্ষ বা তার বেশি)

(২) দ্বিতীয় শ্রেণির শহর (50,000 থেকে 99,999 জন)

(৩) তৃতীয় শ্রেণির শহর (20,000 থেকে 49,999 জন)

(৪) চতুর্থ শ্রেণির শহর (10,000 থেকে 19,999 জন।)

(৫) পঞ্চম শ্রেণির শহর (5,000 থেকে 9,999 জন)

(৬) ষষ্ঠ শ্রেণির শহর (5,000-এর কম)

ভারতীয় জনগণনা আয়ােগ প্রথম শ্রেণির শহরকে কয়েকটি উপবিভাগে ভাগ করেছে। যেমন

  • 10 লক্ষ বা তার বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌর বসতি হল মহানগর। উদাহরণ কলকাতা, মুম্বাই, দিল্লি। ভারতে এরূপ নগরের সংখ্যা 2011 সালের আদমশুমারি অনুসারে 53 টি।

  • 5 লক্ষ থেকে 10 লক্ষ জনসংখ্যাযুক্ত নগর হল উপ-মহানগর। উদাহরণবােকারাে, শিলিগুড়ি।

  • 3 লক্ষ থেকে 4,99,999 জনসংখ্যার নগর হল মধ্যম মাঝারি নগর। উদহারণ—গয়া, কোরবা।

  • 2 লক্ষ থেকে 2,99,999 জনসংখ্যার নগর হল মাঝারি নগর। উদাহরণ খড়গপুর, পানিপথ।

  • 1 লক্ষ থেকে 1,99,999 জনসংখ্যার নগর হল ছােটো নগর। উদাহরণ হলদিয়া, হালিশহর।