প্রশ্নঃ সেন্ট টমাস একুইনাসের শাশ্বত আইন সম্পর্কে আলােচনা কর।

ভূমিকাঃ মধ্যযুগীয় ধর্মকেন্দ্রিক চিন্তাধারাকে গ্রিক রাষ্ট্রদর্শনের সাথে সমন্বয়সাধনের ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্ব পেয়েছে তা হলাে একুইনাসের আইনতত্ত্ব। এর মধ্যে তার শাশ্বত আইন অনেক গুরুত্বপূর্ণ।

একুইনাসের শাশ্বত আইনঃ নিম্নে একুইনাসের শাশ্বত আইন সম্পর্কে আলােচনা করা হলাে-

(১) সমগ্র বিশ্বজগত এ শাশ্বত আইন দ্বারা শাসিত হয়।

(১) এই আইন চিরন্তন এবং সর্বব্যাপী।

(৩) শাশ্বত আইনের বাইরে কারও অবস্থান নেই।

(৪) এই আইন কার্যত আল্লাহর ন্যায়বােধের সাথে সামঞ্জস্যপূর্ণ।

(৫)এই আইন ঈশ্বরের জ্ঞানের এক শাশ্বত পরিকল্পনা অনুসারে শাসিত।

(৬)শাশ্বত আইন মানুষের দৈহিক প্রকৃতির ঊর্ধ্বে এবং সামগ্রিকভাবে মানুষের জ্ঞানের ঊর্ধ্বে।

(৭) এই আইন মানুষের যুক্তিবােধের বিরুদ্ধে নয়।

(৮) দেবদূত, মানুষ, জীবজন্তু, কীট-পতঙ্গ, বৃক্ষলতা ও যাবতীয় প্রাণহীন জড়বস্তু এই আইনের আওতাধীন। 

শাশ্বত আইনঃ শাশ্বত আইন হচ্ছে ঐশ্বরিক জ্ঞানের এক পরিকল্পনা যার মাধ্যমে খােদার সমগ্র সৃষ্টি জগৎ পরিচালিত হচ্ছে। সমগ্র জগত ঐশী ইচ্ছানুসারে এবং ঐশী পরিকল্পনা অনুসারে শাসিত হয়।

পরিশেষঃ পরিশেষে বলা যায়, শাশ্বত আইন হচ্ছে সমগ্র বিশ্বে পরিব্যাপ্ত ও ক্রিয়াশীল দৈব প্রজ্ঞার অভিব্যপ্তি। আইনের দ্বারা সমগ্র বিশ্বরাজত্ব নিয়ন্ত্রিত এবং তা একমাত্র স্রষ্টার মনােজগতে অবস্থিত।