বাংলাদেশ সেনাবাহিনী নৌবাহিনী এবং পুলিশ এই তিনটি বাহিনীর নিয়োগের ক্ষেত্রে যেমন শারীরিক যোগ্যতা প্রয়োজন রয়েছে ঠিক তেমনি রয়েছে শিক্ষাগত যোগ্যতা। এখানে শুধুমাত্র শারীরিক যোগ্যতা দেখা হয়না। সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ লিখিত পরিক্ষার প্রস্তুতি ২০২২। নিয়োগের ক্ষেত্রে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে বলুন বা বাংলাদেশ পুলিশের কনস্টেবল অথবা বাংলাদেশ নৌবাহিনী নাবিক কিংবা অন্যান্য পদগুলো রয়েছে সেগুলোর মধ্যে আপনাকে শারীরিক যোগ্যতার পাশাপাশি লিখিত পরীক্ষায় ভালো ভাবে উত্তীর্ণ হতে হবে। লিখিত পরীক্ষায় ভালো করার জন্য আপনাদেরকে জানতে হবে লিখিত পরীক্ষার সিলেবাস সম্বন্ধে। লিখিত পরীক্ষায় কোন কোন বিষয় থেকে প্রশ্ন আসে, কোন কোন বিষয়গুলো কিভাবে পড়লে আপনি লিখিত পরীক্ষায় ভালো করতে পারবেন, এই বিষয়গুলো সম্বন্ধে বিস্তারিত ধারণা যদি আপনি নিতে পারেন তাহলে লিখিত পরীক্ষায় ভালো করা সম্ভব।

আজকের এই আর্টিকেলে আমরা দেখবো, বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা পুলিশের বিভিন্ন পদের পরীক্ষায় আসা সবচেয়ে বেশিবার যে প্রবাদ বাক্যগুলো পরিক্ষায় আসে সেই ৫০ টি প্রবাদ বাক্য আজকে দিবো। আপনারা জানেন যে, পুলিশের লিখিত পরীক্ষার সহ নৌ বাহিনী এবং সেনাবাহিনীর লিখিত পরীক্ষায় ২ টি বা ৩ টি প্রবাদ বাক্য লিখিত পরিক্ষায় আসে। তো আপনার সেই ২ বা ৩ টি নাম্বার খুব সহজে পরিক্ষায় পেতে পারেন সে জন্য আজকের এই আর্টিকেল।

 

সেনাবাহিনী নৌবাহিনী পুলিশ লিখিত পরিক্ষার প্রস্তুতি ২০২২

সেনাবাহিনী লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর, নৌবাহিনী লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর, পুলিশ লিখিত পরীক্ষার প্রশ্ন ও উত্তর

 

নিচে বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী অথবা পুলিশের বিভিন্ন পদে লিখিত পরীক্ষায় আসা ৫০ টি প্রবাদ বাক্য দেয়া হলো :

১. অভাবে স্বভাব নষ্ট- Necessity knows no law.

২. অতি চালাকের গলায় দড়ি- Too much cunning overreaches itself.

৩. অতি লোভে তাতি নস্ট – To kill the goose that lays golden eggs

৪. অতি ভক্তি চোরের লক্ষণ- Too much clesy, full of craft.

৫. অধিক সন্ন্যাসীতে গাজন নষ্ট- Too many cooks spoil the broth.

৬. অসময়ের বন্ধুই প্রকৃত বন্ধু- A friend in need is a friend indeed.

৭. অল্প বিদ্যা ভয়ংকরী- A little learning is a dangerous thing.

৮. অপচয়ে অভাব ঘটে-Waste not, want not.

৯. অন্ধকারে ঢিল মারা-Beat about the bush.

১০. অন্ধের কিবা রাত্রি কিবা দিন-Day and night are alike to a blind man.

১১. অপ্রিয় সত্য কথা বলতে নেই- Do not speak an unpleasant truth.

১২. অরণ্যে রােদন/বৃথা চেষ্টা- Crying in The wilderness.

১৩. অর্থই অনর্থের মূল-Money is the root cause of all unhappiness.

১৪. অহংকার পতনের মূল-Pride goeth before destruction.

১৫. আহংসা পরম ধম-Love is the best Virtue.

১৬. অসারের গর্জন তর্জন সার/খালি কলসি বাজে বেশি-An empty vessel sounds much.

১৭. আকাশ কুসুম কল্পনা-Build castles in the air.

১৮. আগাছার বাড় বেশি- weeds grow apace.

১৯. আগে ঘর, তবে তাে পর-Charity begins at home.

২০. আঠারাে মাসে বছর-Tardiness.

২১. আপনার পায়ে আপনি কুড়াল মারা-To dig one’s own grave.

২২. আপনার ভালাে পাগলেও বােঝে- Even a fool knows his business.

২৩. আপনি বাঁচলে বাপের নাম/চাচা আপন প্রাণ বাঁচা-Self preservation is the first law of nature.

২৪. আগুন নিয়ে খেলা-To play with fire.

২৫. আদার ব্যাপারীর জাহাজের খবর-The cobbler must stick to his last.

২৬. আয় বুঝে ব্যয় কর-Cut your coat according to your cloth.

২৭. আল্লাহ তাদেরই সয্য করেন যে নিজেদের সাহায্য করে- Allah supports those who help themselves.

২৮, ইচ্ছা থাকলে উপায় হয়-Where there is a will, there is a way

২৯. ইটটি মারলে পাটকেলটি খেতে হয়-Tit for tat.

৩০. সৃষ্টিকর্তা যা করেন সবই মঙ্গলের জন্য-It is all for the best./ What God wills is for good.

৩১. উলুবনে মুক্তা ছড়ানাে- To cast pearls before swine.

৩২. উত্তমমধ্যম দেওয়আরপিট করা)- To beat black and blue.

৩৩. উঁচুগাছেই বেশি ঝড় লাগে-High winds blow on high hills.

৩৪. উঠন্তি মুলাে পত্তনেই চেনা যায়-Emerging mulae can be recognized in the foundation.

৩৫. উদোর পিণ্ডি বুধাের ঘাড়ে- One doth the scratch and another hath the scorn.

৩৬. উড়ে এসে জুড়ে বসা-To be quick to occupy.

৩৭. এক ক্ষুরে মাথা মােড়ানাে-To be tarred with the same brush.

৩৮. এক ঢিলে দুই পাখি মারা-To kill two birds with one stone.

৩৯. এই তাে কলির ভা- It is just the beginning of the trouble, ৪০. এক হাতে তালি বাজে না-I takes two to make a quarrel.

৪১. এক মিথ্যা ঢাকতে অন্য মিথ্যার অশ্রয় নিতে হয়- One has to resort to other lies to cover up one lie.

৪২. একাই একশ- A host in himself.

৪৩. একূল ওকূল দুকূল গেল- To fallen between two stools.

৪৪. এক মাঘে শীত যায় না- One Swallow does not make a summer.

৪৫. এক মুখে দুরকম কথা-To blow hot and cold in the same breath.

৪৬. কই মাছের প্রাণ বড় শক্ত- Where the fish’s life is very hard.

৪৭. কষ্ট না করলে কেষ্ট মেলে না-No pains no gain.

৪৮. কয়লা ধুলেও ময়লা যায় না-Black will take no other hue.

৪৯. কাঁচা বাঁশে ঘুণে ধরা-To be spoiled in early youth.

৫০. কাটা দিয়ে কাটা তােলা-To swallow the bait.

 

বিগত সালের যে কয়টি প্রবাদ বাক্য রয়েছে, সেই গুলো সহ আরও বেশ কয়টি প্রবাদ বাক্য এখানে দেয়া হয়েছে। আপনি যদি এখান থেকে সবগুলো পড়ে পরিক্ষা দিতে যান তাহলে আশা করি আপনার লিখিত পরিক্ষার ২ বা ৩ নাম্বার মিস যাবে না। সেনাবাহিনী, নৌবাহিনী এবং পুলিশের লিখিত পরিক্ষার আরও সাজেশন পেতে হলে আমাদের কমেন্ট করে জানান। তাহলে আমরা এই টপিকে আরও বেশি কন্টেন্ট দেয়ার চেস্টা করবো।