সেকেন্ডারী স্ট্যান্ডার্ড পদার্থের বৈশিষ্ট্য নিম্নরূপঃ

১. সেকেন্ডারী স্ট্যান্ডার্ড পদার্থকে প্রকৃতিতে বিশুদ্ধ অবস্থায় পাওয়া যায় না।

২. বাতাসের কার্বন-ডাইঅক্সাইড, জলীয় বাষ্প ও অক্সিজেনের সাথে বিক্রিয়া করে।

৩. রাসায়নিক নিক্তিতে সঠিকভাবে ওজন পরিমাপ করা যায় না।

৪. সেকেন্ডারী স্ট্যান্ডার্ড পদার্থ সাধারণ তাপমাত্রায় শুষ্ক অবস্থায় পাওয়া যায় না। অর্থাৎ এরা পানিগ্রাসী বা পানিত্যাগী হয়। 

৫. সেকেন্ডারী স্ট্যান্ডার্ড পদার্থ দ্বারা তৈরিকৃত দ্রবণের ঘনমাত্রা কিছু সময় পর পরিবর্তিত হয়ে যায়।

৬. ওজন পরিমাপ করার সময় রাসায়নিক নীক্তির ক্ষয় করে।