সুপার গ্লু কেন তার বোতলের ভেতর আটকে থাকে না?
সাধারণ ভাবে বলতে গেলেঃ সুপার গ্লু আটকানোর জন্য বাতাস প্রয়োজন। বোতলের ভেতর বাতাস ঢুকতে পারে না তাই বোতলে ভেতর সুপার গ্লু আটকে থাকে না।
সাইন্টিফিক ভাবে বলতে গেলেঃ সুপার গ্লুর প্রধান উপাদান সায়ানোঅ্যাক্রিলেট, এর রাসায়নিক সংকেত C5H5NO2 ।
সায়ানোঅ্যাক্রিলেট হলো এমন একটি অ্যাক্রিলিক রেসিন যা মুহূর্তের মাঝেই খুব শক্তিশালী বন্ধন গড়তে সক্ষম । তবে এক্ষেত্রে সহায়ক ভুমিকা পালন করে থাকে পানিতে বিদ্যমান হাইড্রক্সিল আয়ন। আর আমরা যে বস্তুতে এই গ্লু ব্যাবহার করি তার পৃষ্ঠদেশে বাতাসের আর্দ্রতার জন্য কিছু না কিছু পানি (বা জলীয়বাষ্প যাই বলি না কেন) থেকেই যায়। ফলে লাগানোর প্রায় সাথে সাথেই সুপার গ্লু তার কাজ করা শুরু করে দেয়।
সুপার গ্লু বাতাসের সংস্পর্শে তথা অক্সিজেনের উপস্থিতিতে জারিত হয় এবং শক্ত হয়ে যায়। টিউবের ভিতরে যেহেতু বাতাস প্রবেশ করতে পরেনা সেহেতু কোনো বিক্রিয়া হবেনা এবং সেখানে সুপার গ্লু নিজ বৈশিষ্টে ঠিক থাকবে।
এছাড়াও এটি আঠার ধরণের উপর নির্ভর করে, তবে বোতলের ভিতরে বাতাসের অভাব মূল বিষয়। পিভিএ(আইকা) আঠার রাসায়নিক উপাদান হলোপলিমার এবং পানি। যখন এই আঠা বাতাসের সংস্পর্শে আসে, তখন পানি বাতাসে বাষ্পীভূত হয়, শুধু আঠালো পলিমার রেখে যায়।
অন্যদিকে, সুপার গ্লুতে এমন একটি রাসায়নিক উপাদান থাকে যা বায়ুমণ্ডলের জলীয় বাষ্পের সংস্পর্শে আসার সাথে সাথে শক্ত হয়ে যায়।
সংক্ষেপে, পিভিএ আঠালো তার বোতলের সাথে লেগে থাকে না কারণ পানি ভিতরে আটকে থাকে আর সুপার গ্লু বোতলের ভেতরেই শুকিয়ে যায় না কারণ তা এয়ার টাইট অবস্থায় থাকে।
It depends on the glue type, but a lack of air inside the bottle is key. PVA glue contains long molecules, called polymers, and water. When you squeeze the glue out, the water evaporates to the air, leaving just sticky polymers.
Super glue, on the other hand, contains a chemical that hardens as soon as it hits water vapour in the atmosphere.
PVA glue (like white glue) doesn’t stick to its bottle because the water within it is trapped, preventing it from drying and becoming sticky, whereas super glue’s container is designed to keep water out, allowing it to quickly react with moisture in the air and harden when exposed.
Leave a comment