সিনেমার পর্দা সাদা হয় কেন? 





সাদা রঙের তল সব রঙের আলোর প্রতিফলন করে। তাই সিনেমায় সাদা রঙের পর্দা ব্যবহার করা হয়।
সাদা রঙের জন্য প্রতিবিম্বের উজ্জ্বলতা বেড়ে যায় এবং সিনেমা পরিষ্কার দেখা যায়।