সালফার ডাই অক্সাইডের বিজারণ ধর্মের প্রমাণ নিম্নরূপঃ
১. সালফার ডাই অক্সাইডের জলীয় দ্রবণে ক্লোরিন গ্যাস চালনা করলে, ক্লোরিন বিজারিত হয় হাইড্রোজেন ক্লোরাইড ও সালফার-ডাই-অক্সাইড নিজে জারিত হয়ে সালফিউরিক এসিড উৎপন্ন করে।
Cl₂ +2H₂O + SO₂ —–> 2HCl + H₂SO₄
২. সালফার ডাই অক্সাইড ফেরিক ক্লোরাইডকে (FeCl₃) বিজারিত করে ফেরাস ক্লোরাইডে (FeCl₂) পরিণত করে এবং নিজে জারিত হয়ে সালফিউরিক অ্যাসিড গঠন করে।
2FeCl₃ + 2H₂O + SO₂ —–> 2FeCl₂ + 2HCl + H₂SO₄
Leave a comment