প্রশ্নঃ সার্বভৌমত্বের একত্ববাদী ধারণা/ বৈশিষ্ট্য লিখ।

অথবা, সার্বভৌমত্বের একত্ববাদী বৈশিষ্ট্য আলােচনা কর।

ভূমিকাঃ বর্তমানকালে সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ উপাদান। জন অগাষ্টিনকে সার্বভৌমত্বের প্রবক্তা বলা হয় এবং তিনি তার বিখ্যাত গ্রন্থ ‘Lectures on Jurisprudence’ এ সার্বভৌমত্ব তত্ত্ব প্রচার করেন।

সার্বভৌমত্বের একত্ববাদী মতবাদঃ সার্বভৌমত্বের মতবাদ বলতে সার্বভৌমত্বের আইনসংগত মতবাদকে বুঝায়। সার্বভৌমত্বের একত্ববাদী তত্ত্বের মূল কথা হলাে- সার্বভৌমত্ব একক, অবিভাজ্য, সীমাহীন, হস্তান্তরের অযােগ্য, স্থায়ী চরম রাষ্ট্রীয় ক্ষমতা, এর কোনাে বিভাজন সম্ভবপর নয়।

একত্ববাদী সার্বভৌমত্বের বৈশিষ্ট্যঃ নিম্নে সার্বভৌমত্বের একত্ববাদী বৈশিষ্ট্য আলােচনা করা হলো-

(১) একক, অবিভাজ্যঃ সার্বভৌম ক্ষমতা একক ও অবিভাজ্য এর কোনাে বিভাজন সম্ভবপর নয়।

(২) অহস্তান্তরযােগ্যঃ সার্বভৌম ক্ষমতা অহস্তান্তরযােগ্য। দেহের যেমন প্রাণ, রাষ্ট্রের তেমনি সার্বভৌম ক্ষমতা।

(৩) সুনির্দিষ্ট মানবীয় কর্তৃপক্ষঃ সার্বভৌমত্ব কোনাে আদর্শ নয়। এটি সুনির্দিষ্ট মানবীয় কর্তৃপক্ষ।

(8) সার্বভৌমের নির্দেশই হলাে আইনঃ জন অষ্টিনের মতে, সার্বভৌমের নির্দেশই হচ্ছে আইন। সার্বভৌমের আইন অমান্য করলে শাস্তি ভােগ করতে হবে।

(৫) চরম ক্ষমতাঃ সার্বভৌমত্ব হচ্ছে রাষ্ট্রের চরম ক্ষমতা, অন্যসকল ক্ষমতা এই ক্ষমতার অধিক।

পরিশেষঃ পরিশেষে বলা যায়, রাষ্ট্রের স্বাতন্ত্র্য রক্ষার কার্যকর শক্তি হচ্ছে সার্বভৌমত্ব। সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্রের চরমক্ষমতা প্রতিষ্ঠিত হয়।