জানুয়ারী ১০, ২০২৩
সার্টিফিকেশন ট্রেডমার্ক (certification trademark): ‘সার্টিফিকেশন ট্রেডমার্ক’ অর্থ কোনো পণ্য বা সেবার ক্ষেত্রে গৃহীত মার্ক, যা পণ্যের উৎপত্তি উপাদান, উৎপাদনের পদ্ধতি, গুণগতমান, শুদ্ধতা অথবা অন্য কোনো বৈশিষ্ট্য সম্পর্কে সংশ্লিষ্ট কোনো ব্যক্তি কর্তৃক প্রত্যায়িত পণ্য হতে অনুরূপভাবে প্রত্যায়িত নয় এমন পণ্যের মধ্যে পার্থক্য সৃষ্টি করে এবং প্রত্যয়নমূলক ট্রেডমার্কের স্বত্বাধিকারী হিসেবে ঐ ব্যক্তির নামে উক্ত পণ্য সম্পর্কে অষ্টম অধ্যায়ের অধীন নিবন্ধনযোগ্য।
Leave a comment