রাসায়নিক বিশ্লেষণী পদ্ধতিতে বিভিন্ন নমুনার ওজন পরিমাপ করার জন্য সারটোরিয়াসের ব্যালেন্স ব্যবহার করা হয়। সারটোরিয়াস ব্যালেন্সের মাধ্যমে দশমিকের পর চারঘর অর্থাৎ 0.0001g ওজন পরিমাপের ক্ষেত্রে অসুবিধার সৃষ্টি হয়। তবে রাইডার ধ্রুবক ব্যবহার করে এই সমস্যার সমাধান করা যায়। 

সারটোরিয়াস ব্যালেন্সে রাইডার ধ্রুবক নির্ণয়ের পদ্ধতিঃ

সারটোরিয়াস ব্যালেন্সের ক্ষেত্রে শূণ্য দাগ স্কেলের মাঝখানে থাকে। শূন্য দাগের ডান পাশে 50 টি ও বাম পাশে 50 টি করে দাগ কাটা থাকে। 

এক্ষেত্রে রাইডার ধ্রুবক নির্ণয় জন্য রাইডারের ভরকে 50 দিয়ে ভাগ করলেই হয়।

‘M’ গ্রাম ভরের রাইডারের ক্ষেত্রে রাইডার ধ্রুবক = M÷ 50

যেমনঃ 5mg ভরের রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবক

= 5 ÷ 50 = 0.1mg 

= 0.0001g

আবার, 10mg ভরের রাইডার ব্যবহার করলে রাইডার ধ্রুবক হবে

= 10 ÷ 50 = 0.2mg 

= 0.0002g