যদি কোন রাসায়নিক বিক্রিয়া সাম্যবস্থায় থাকে তখন বিক্রিয়াটির কোন একটি বিক্রিয়ক বা একটি উৎপাদের ঘনমাত্রার পরিবর্তন করা হয়, তবে লা-শাতেলিয়ের নীতি অনুসারে সাম্যবস্থা এমন ভাবে পরিবর্তিত হবে যেন ঘনমাত্রা পরিবর্তনের প্রভাব প্রশমিত হয়।
যেমনঃ
N₂(g) + 3H₂(g) ——> 2NH₃(g)
বিক্রিয়াটি সাম্যবস্থা অর্জন করার পর বিক্রিয়ক N₂ ও H₂ এর ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটি সামনের দিকে অগ্রসর হয়ে বিক্রিয়কের ঘনমাত্রার হ্রাস করবে। অর্থাৎ কিছু বিক্রিয়ক নিজেদের মধ্যে যুক্ত হয়ে উৎপাদ গঠন করবে।
অপরদিকে উৎপাদ NH₃ এর ঘনমাত্রা বৃদ্ধি করলে বিক্রিয়াটি পিছনের দিকে অগ্রসর হয়ে উৎপাদের ঘনমাত্রা হ্রাস করে। অর্থাৎ উৎপাদ ভেঙ্গে গিয়ে বিক্রিয়ক গঠন করবে।
এভাবে ঘনমাত্রার পরিবর্তন করলে সাম্যবস্থা পরিবর্তিত হয় এবং সাম্যবস্থার পরিবর্তন ঘটিয়ে ঘনমাত্রা পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়।
Leave a comment