অথবা, সামাজিক ইতিহাসের সাম্প্রতিক ধারা বর্ণনা কর।
ভূমিকাঃ সমাজবিজ্ঞানী ম্যাকাইভারের মতে, ‘Society is a wave of social relationships and it is always changing. পরিবর্তনশীল সামাজিক সম্পর্ক, সামাজিক অনুষ্ঠান, প্রতিষ্ঠানের বিকাশ ও সামাজিক মূল্যবােধের পরিবর্তনের ধারাকে কেন্দ্র করে সামাজিক ইতিহাস গড়ে ওঠে। সামাজিক ইতিহাস মূলত পরিবর্তনশীল সমাজের দর্পণ। মানবসমাজের আচার-আচরণ, প্রথা-প্রতিষ্ঠান, আর্থ-সামাজিক সংগঠন প্রভৃতির মূর্ত প্রতিচ্ছবি সামাজিক ইতিহাসে ফুটে ওঠে।
সামাজিক ইতিহাসের সাম্প্রতিক ধারাঃ সাম্প্রতিককালে সামাজিক ইতিহাস যেসব বিষয় নিয়ে আলােচনা করে সেগুলাে নিম্নরূপ-
(১) সমাজকাঠামাে নিয়ে আলােচনা করেঃ বর্তমানে সামাজিক ইতিহাস সমাজকাঠামাে সম্পর্কে আলােচনা করতে নগরায়িত ও শিল্পায়িত সমাজের ইতিহাসের ওপর অধিক গুরুত্ব দিয়ে থাকে। যেখানে আগে রাজা-বাদশাদের নিয়ে আলােচনা হতাে, সেখানে বর্তমানে সমাজকাঠামাের উত্থান-পতনের ওপর ভিত্তি করে ইতিহাস রচিত হচ্ছে।
(২) সমাজকাঠামাের রূপান্তরঃ আজকের সমাজকাঠামাে হয়ে যাচ্ছে আগামী দিনের ইতিহাস। কাজেই সমাজ কাঠামাের রূপান্তর সামাজিক ইতিহাসে বেশ গুরুত্ব সহকারে আলােচিত হচ্ছে। সাম্প্রতিককালে প্রযুক্তিগত উন্নয়নের ফলে সমাজ যেভাবে পরিবর্তিত হচ্ছে এতে করে সমাজকাঠামাে অধ্যয়ন না করলে সমাজ ইতিহাসের এক বিরাট অস্তিত্ব নষ্ট হয়ে যেত।
(৩) শ্রেণি ও দলঃ সমাজের সকল দল ও শ্রেণি প্রাচীন ইতিহাসের আলােচনায় আসে না। আর সেই রাজা- বাদশাহদের দলকে আলােচনায় না এনে সমালােচনাকে মাথায় রেখে বর্তমান সামাজিক ইতিহাস সমাজের সকল দল ও শ্রেণির উদ্ভব ও ভূমিকা ইত্যাদি নিয়ে আলােচনা করে।
(৪) জনগােষ্ঠি ও জনগােষ্ঠির মধ্যকার সম্পর্কঃ আধুনিক সামাজিক ইতিহাস জনসংখ্যার সমস্যা, সমাধান ও জনগােষ্ঠির মধ্যকার আত্মীয়তা নিয়ে আলােচনা করে। কিন্তু প্রাচীন ইতিহাসে সাধারণ জনগণের আলােচনা নেই।
(৫) সমাজের অর্থনৈতিক অবস্থাঃ প্রাচীন ইতিহাস এবং সামাজিক ইতিহাস রাজনৈতিক প্রেক্ষাপটকে বেশি গুরুত্ব দিত; কিন্তু সাম্প্রতিক সামাজিক ইতিহাস রাজনীতির পাশাপাশি সমাজের আর্থ-সামাজিক অবস্থার ওপরও বেশ গুরুত্ব দিচ্ছে।
পরিশেষঃ উপযুক্ত আলােচনা শেষে আমরা বলতে পারি যে, সামাজিক ইতিহাস সাম্প্রতিক কালের মানুষের ইতিহাস তুলে ধরার প্রয়াস পায়। সমাজস্থ মানুষের আর্থ-সামাজিক সম্পর্ক, ধর্মীয় ও রাজনৈতিক ক্রিয়াকলাপ, পরিবর্তনশীল সামাজিক সম্পর্ক ইত্যাদির যুক্তি ও প্রমাণনির্ভর বিজ্ঞানভিত্তিক অধ্যয়নই সামাজিক ইতিহাস। ফলে সামাজিক ইতিহাসের পরিধি অত্যন্ত ব্যাপক।
Leave a comment