যেসব অক্সাইডে অক্সিজেনের পরিমাণ স্বাভাবিক অক্সাইডের চেয়ে কম থাকে তাদের সাব অক্সাইড বলে।

যেমনঃ লেড সাব অক্সাইড (Pb₂O) ; 

টিন সাব অক্সাইড (Sn₂O) ;

জিংক সাব অক্সাইড (Zn₂O) ইত্যাদি।