প্রতিটি ভাষারই কিছু মূলধ্বনি থাকে এবং তাদের মধ্যে কোনাে-কোনােটির একাধিক উচ্চারণবৈচিত্র্য লক্ষ করা যায়। এই মূলধ্বনির উচ্চারণ বৈচিত্র্যকে বলা হয় সহধ্বনি। প্রতিটি ধ্বনিমূল এক-একটি ধ্বনি-পরিবার এবং সহধ্বনিগুলি সেই পরিবারের সদস্য। অর্থাৎ ধ্বনিমূল একাধিক সহধ্বনির সমষ্টি।


ধ্বনিমূলের পরস্পরের মধ্যে সম্পর্ক যেমন বিরােধের, তেমনই সহধ্বনির পারস্পরিক সম্পর্কও বিরােধের। সহধ্বনির পারস্পরিক সম্পর্ককে ভাষাবিজ্ঞানে বলা হয় পরিপূরক অবস্থান (Complementary distribution)। সহধ্বনির প্রত্যেকের অবস্থান পরস্পরের থেকে আলাদা, কোনাে দুটি সহধ্বনির কখনও একইরকম পারিপার্শ্বিক অবস্থায় উচ্চারিত হয় না। যেমন-ইংরেজি ‘P’-এর দুটি প্রধান পূরকধ্বনি ‘P’ (প) ও ‘Ph’ (ফ্)। শব্দের গােড়ায় ও স্বরধ্বনির আগে, কিংবা দুটো স্বরধ্বনির মাঝখানে যে ‘P’ বসে, তার উচ্চারণ ‘Ph’, যেমন-put, pen। আর শব্দের শেষে, S-এর পরে, কিংবা ব্যঞ্জনের আগে যে ‘P’ বসে, তার উচ্চারণ হয় ‘P’-এর মতাে, যেমন- cup, spoon, plug ইত্যাদি।


একইরকমভাবে বাংলায় ‘আলতা’ ও ‘উলটো’ শব্দের ‘ল’ ধ্বনি দুটির ভিন্ন ভিন্ন উচ্চারণ হয়। কারণ, বাংলায় ‘’ ইত্যাদি দন্ত্যধ্বনির আগে যে ‘ল’ বসে, তার উচ্চারণ হয় দন্ত্য । যেমন—আলতা, পলতা, সলতে ইত্যাদি। কিন্তু ‘ট’ ইত্যাদি মূর্ধন্যধ্বনির আগে যে ‘ল’ বসে তার উচ্চারণ হয় মূর্ধন্য ‘ল’। যেমন উলটো, পালটা ইত্যাদি। আর অন্যত্র দেখা যায়, দন্তমূলীয় ‘ল’-এর উচ্চারণ। যেমন-লাল, নীল ইত্যাদি।


বিভাজ্য ধ্বনিমূল ও অবিভাজ্য ধ্বনিমূলের তুলনামূলক আলােচনা করাে। 

উদাহরণ সহযােগে ধ্বনিমূলের অবস্থান (Distribution) ব্যাখ্যা করাে। 

কয়েকটি পদ্ধতির সাহায্যে খুব সংক্ষেপে ভাষায় উচ্চারিত বিভিন্ন ধ্বনির মধ্যে ধ্বনিমূল ও সহধবনি শনাক্ত করাে। 

অথবা, ভাষার ধ্বনিমূল এবং সহধ্বনি শনাক্তকরণের প্রধান তিনটি পদ্ধতির আলােচনা সংক্ষেপে করাে। 

উদাহরণসহ ধ্বনিমূল এবং সহ ধ্বনির সম্পর্ক নির্ণয় করাে। 

দুটি করে উদাহরণ-সহ গুচ্ছ ধ্বনি ও যুক্ত ধ্বনি-র পরিচয় দাও। 

অবিভাজ্য ধ্বনি বলতে কী বােঝ? উদাহরণসহ অবিভাজ্য ধ্বনিগুলি সম্পর্কে আলােচনা করাে। 

অথবা, অবিভাজ্য ধ্বনি কাকে বলে? দুটি অবিভাজ্য ধ্বনির পরিচয় দাও। 

উদাহরণসহ গুচ্ছ ধ্বনির পরিচয় দাও। 

যুক্ত ধবনি কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও। 

অথবা, উদাহরণসহ যুক্ত ধ্বনির পরিচয় দাও। 

বাংলা মৌলিক স্বরধ্বনিগুলির উচ্চারণ বৈশিষ্ট্য আলােচনা করাে। 

জোড়কলম শব্দ সম্পর্কে আলােচনা করাে। 

সমাস বলতে কী বােঝ? উদাহরণসহ বুঝিয়ে দাও। সমাসবদ্ধ পদের গঠনবৈশিষ্ট্য অনুযায়ী সমাসের ভাগগুলি উদাহরণসহ উল্লেখ করাে। 

মুণ্ডমাল শব্দ কাকে বলে? উদাহরণ দিয়ে বুঝিয়ে দাও।