সমানুতা কি?
সমানুতাঃ যেসব যৌগের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেতের ভিন্নতার কারণে এদের ভৌত ও রাসায়নিক ধর্মে কিছু পার্থক্য পরিলক্ষিত হলে তাদেরকে পরস্পরের সমানু এবং এই ধর্মকে সমানুতা বলে।
C₂H₆O এর সমানুগুলি
CH₃CH₂OH এবং CH₃-O-CH₃
ইথানল। ডাইমিথাইল ইথার
C₄H₈ এর সমানুগুলি
CH₂=CH-CH₂-CH₃ এবং
CH₃-CH=CH-CH₃
বিউট- 1-ইন বিউট – 2 – ইন
C₃H₆O এর সমানুগুলি
CH₃CH₂CHO এবং CH₃-CO-CH₃
প্রোপান্যাল প্রোপানোন
প্রোপান্যাল প্রোপানোন
Leave a comment