সমানুকরন বিক্রিয়াঃ যে বিক্রিয়ার মাধ্যমে যৌগের পরমাণুসমূহের পুনর্বিন্যাসের মাধ্যমে একটি সমানু থেকে অপর সমানু উৎপন্ন হলে তাকে সমানুকরন বিক্রিয়া বলে।
যেমনঃ ভিনাইল অ্যালকোহলকে পুনর্বিন্যাস করলে ইথান্যাল উৎপন্ন হয়।
CH₂=CH-OH ——-> CH₃-CHO
বিউটেনকে পুনর্বিন্যাস করলে 2- মিথাইল প্রোপেন উৎপন্ন করে।
CH₃CH₂CH₂CH₃ —–>
CH₃CHCH₃
|
CH₃
আবার, অ্যামোনিয়াম সায়ানেটকে পুনর্বিন্যাস করলে ইউরিয়া উৎপন্ন হয়।
NH₄CNO ——> NH₂-CO-NH₂
Leave a comment