❋তােমাদের ক্লাবের সমাজ উন্নয়নমূলক কাজের জন্য অর্থ সাহায্য চেয়ে স্থানীয় সংসদ সদস্যের কাছে একটি আবেদন লেখ।

১০ আগস্ট ২০২১

মাননীয় জাতীয় সংসদ সদস্য 
গােপালগঞ্জ-৩ 
কোটালীপাড়া, গােপালগঞ্জ । 

বিষয় : সমাজ উন্নয়নমূলক কাজের নিমিত্তে ক্লাবের জন্য আর্থিক সাহায্যের আবেদন। 

মহাত্মন
আমরা গােপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানার অধীন রামশীল ইউনিয়নের অন্তর্গত রাজাপুর গ্রামের অধিবাসী জাভ গ্রামকে নির্জন পল্লি বললেও চলে। অথচ স্বাধীনতার পর থেকে আমাদের গ্রামে ‘সােনার বাংলা যুব সংঘ’ নামক একটি কাজ আমরা পরিচালনা করে আসছি। প্রথম দিকে আমাদের গ্রামের শিক্ষিত যুবক ছেলেরা ক্লাবটি বেশ জাকজমক করে – তুলেছিলেন। কিন্তু তারা লেখাপড়া শিখে চাকরির তাগিদে গ্রাম ছেড়ে অন্যত্র চলে যাওয়ার ফলে ক্লাবটির অবস্থা শােচনীয়ত পড়ে। পরে বহু চেষ্টা করে আমরা ধীরে ধীরে ক্লাবটির সংস্কার সাধন করি এবং একটি পাঠাগার ও একটি নৈশ বিদ স্থাপনসহ ক্লাবটির আওতায় বিভিন্ন সমাজ উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছি। এর মধ্যে গ্রামের রাস্তা-ঘাট মেরামত শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, অসহায়দের সহায়তা প্রদান, হতদরিদ্র কন্যা দায়গ্রস্ত পিতার কন্যা সম্প্রদানে আর্থিক সাহা প্রদান, দরিদ্র শিক্ষার্থীদের শিক্ষার উপকরণ প্রদানসহ বিভিন্ন সমাজকল্যাণমূলক কাজ ক্লাবের পক্ষ থেকে যথাসম্ভব সম্পাদন করা হয়। এছাড়াও ক্লাবের উদ্যোগে বাল্যবিবাহ রােধ, যৌতুককে না বলা, জন্মনিয়ন্ত্রণ প্রভৃতি গণসচেতনতামূলক নাটক-নাটিকা প্রদর্শন করা হয়। কিন্তু সম্প্রতি এক ঘূর্ণিঝড়ের আঘাতে ক্লাব ঘরটি মাটিতে আছড়ে পড়ে এবং এর চালা ছিন্নভিন্ন হয়ে যায় । এরপর থেকে অদ্যাবধি ক্লাব ঘরটি যেমন আমরা ভালাে করে দাঁড় করাতে পারিনি, তেমনি সমাজ উন্নয়নমূলক কাজও থমকে আছে। একমাত্র কারণ আর্থিক সংকট। 

অতএব প্রার্থনা এই যে, অনুগ্রহপূর্বক আমাদের ক্লাবটি পরিদর্শন করে ক্লাব কর্তক সমাজ উন্নয়নকল্পে প্রয়ােজনীয় আর্থিক সাহায্য

নিবেদক 
রাজাপুর গ্রামবাসীর পক্ষে
সমীর বাগচী 
রাজাপুর, রামশীল, কোটালীপাড়া ।