সমযোজী যৌগের বৈশিষ্ট্য নিম্নরূপঃ

  •  সমযোজী যৌগ সাধারণত নিম্ন গলনাংক ও স্ফুটনাংক বিশিষ্ট হয়।
  •  সমযোজী যৌগসমূহ সাধারণত বিদ্যুৎ অপরিবাহী হয়।
  •  সমযোজী যৌগসমূহ সাধারণত পানিতে দ্রবীভূত হয় না।
  •  সমযোজী যৌগ অপোলার দ্রাবক যেমনঃ বেনজিন, ইথার ইত্যাদিতে দ্রবণীয়।
  •  সমযোজী যৌগে সমযোজী বন্ধন বিদ্যমান থাকে।
  •  সমযোজী যৌগের অনুসমূহের মধ্যে দুর্বল ভ্যানডার ওয়ালস আকর্ষণ বল বিদ্যমান থাকে।
  • ইলেকট্রন শেয়ারের মাধ্যমে সমযোজী বন্ধন গঠিত হয়।