সক্রিয়তা সিরিজঃ
অধিক সক্রিয় ধাতুকে উপরে এবং তা অপেক্ষা কম সক্রিয় ধাতুকে নিচে বসিয়ে একটি সিরিজ পাওয়া যায়। এ সিরিজকে ধাতুসমূহের সক্রিয়তা সিরিজ বলা হয়। অর্থাৎ ধাতু ধাতুসমূহকে তাদের সক্রিয়তা অনুসারে বসালে যে সিরিজ পাওয়া যায় তাকে সক্রিয়তা সিরিজ বলে।
যেমনঃ পটাশিয়ামের সক্রিয়তা লিথিয়ামের সক্রিয়তার চেয়ে কম। তাই সক্রিয়তা সিরিজে লিথিয়ামের পরে পটাশিয়ামের অবস্থান।
সক্রিয়তা সিরিজ হচ্ছে-
Li > K > Na > Ca > Mg > Al > Mn > Zn > Cr > Fe > Cd > Co > Ni > Sn > Pb > H > Cu > Hg > Ag > Pt > Au.
Leave a comment