সংযোজন বিক্রিয়াঃ  যে সকল রাসায়নিক বিক্রিয়ায় একাধিক বিক্রিয়ক  নিজেদের মধ্যে যুক্ত হয়ে একটিমাত্র উৎপাদ গঠন করলে তাকে সংযোজন বিক্রিয়া বলে। 

যেমন – CaO ও CO₂ নিজেদের মধ্যে যুক্ত হয়ে CaCO₃ গঠন করে। 

আবার H₂ ও O₂ নিজেদের মধ্যে যুক্ত হয়ে পানি গঠন করে।

 CaO + CO₂   ——->   CaCO₃

  2H₂ + O₂    ———>   2H₂O

সংশ্লেষন বিক্রিয়াঃ  যেসব সংযোজন বিক্রিয়ায় শুধু মৌলিক পদার্থ যুক্ত হয়ে যৌগ গঠন করে,  তাদেরকে সংশ্লেষণ বিক্রিয়া বলে।

H₂  +  Cl₂  ———>  2HCl
     
C   +   O₂   ———->  CO₂
        

4Na + O₂    ———>  2Na₂O
        

Mg + Cl₂  ———> MgCl₂

সকল সংশ্লেষন বিক্রিয়া সংযোজন বিক্রিয়া, কিন্তু সকল সংযোজন বিক্রিয়া সংশ্লেষন বিক্রিয়া নয়। কারণ, সংযোজন বিক্রিয়ায় মৌলিক ও যৌগিক উভয় পদার্থ অংশগ্রহন করে।