অথবা, বিরাহশিখায় রাধার হৃদয় জ্বলছে – তোমার নিজের ভাষায় বর্ণনা কর

উত্তর: রাধা বড়ায়িকে অনুরোধ করে কৃষ্ণকে খুঁজে আনার জন্য। এদিকে বসন্ত সমাগত। প্রকৃতিতে নতুন সাজ। বসন্তে সরস কোকিল ডাকছে। মদনের পাঁচ বাণ রাধা সইতে পারছে না। এ অবস্থায় রাধার বিরহ বেদনা আরো দ্বিগুণ হয়ে উঠেছে। রাধার বেদনা এত তীব্র যে, কৃষ্ণ ছাড়া তার বেঁচে থাকাই কঠিন হয়ে পড়েছে। রাধা তাই বড়ায়ির কাছে বুদ্ধি চাচ্ছে কি করলে তার জীবন রক্ষা পাবে। রাধার কাছে চন্দন ও চন্দ্রের কিরণ আজ বিষাক্ত। তার কাছে এগুলো গরম সদৃশ মনে হয়। বসন্তের নব কিশলয়, কোকিলের কুহু ধ্বনি সবকিছুই রাধার চিত্তকে যেন দগ্ধ করছে। রাধার অন্তর আজ কৃষ্ণবিরহের বিষে জর্জরিত। এ সময় কৃষ্ণের বাঁশির সংকেত ধ্বনি যেন ঘায়ের উপর আরো আঘাত করে। প্রিয়জনহীন এই পৃথিবী রাধার কাছে যেন বিস্বাদ হয়ে পড়েছে। বিরহকাতর রাধা কৃষ্ণকে হারিয়ে সমগ্র জীবনকেই যেন হারিয়ে ফেলেছে। তার জীবনে যৌবন ধরে রাখা যাচ্ছে না; প্রাণ রক্ষার জন্য তাই সে কৃষ্ণকে এনে দেওয়ার অনুরোধ জানায়। যেন বিরহের শিখায় রাধার হৃদয় জ্বলছে।