সালফার ডাই অক্সাইড (SO₂) পানির সাথে বিক্রিয়া করে জায়মান হাইড্রোজেন [H] উৎপন্ন করে। এই জায়মান হাইড্রোজেন রঙ্গিন বস্তুকে বর্ণহীন করে। 

কিন্তু শুষ্ক অবস্থায় সালফার ডাই অক্সাইড কোন জায়মান হাইড্রোজেন উৎপন্ন করতে পারেনা। 

এজন্য শুষ্ক অবস্থায় সালফার ডাই অক্সাইড বিরঞ্জক হিসেবে বিক্রিয়া করে না।