স্থির উষ্ণতায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে বাতাসের ঘনত্ব হ্রাস পায়। কারণ বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বাড়লে একক আয়তনের বাতাসে নাইট্রোজেন ও অক্সিজেনের পরিমাণ কমে যায়। কারণ জলীয় বাষ্প বাতাসে উপস্থিত গ্যাসগুলিকে প্রতিস্থাপিত করে। এখন জলীয় বাষ্প (আণবিক ভর=18) অক্সিজেন (আণবিক ভর=32) ও নাইট্রোজেন (আণবিক ভর=28)-এর থেকে হালকা। তাই, স্থির উষ্ণতায় বাতাসে যত বেশি জলীয় বাষ্প অন্য গ্যাসগুলিকে প্রতিস্থাপিত করে বাতাসের ঘনত্ব তত কমে। সুতরাং একই উষ্ণতায় শুষ্ক বায়ুর চেয়ে আর্দ্র বায়ু হালকা হয়।
Leave a comment