শুষ্ক কোষে টিনের তৈরি চোঙের মধ্যে কার্বন দন্ড ক্যাথোড হিসেবে থাকে। নিচের দিকে অ্যানোড হিসেবে জিংকের পাত যুক্ত থাকে। শুষ্ক কোষের ভেতরে অ্যামোনিয়াম ক্লোরাইড(NH₄Cl), জিংক ক্লোরাইড(ZnCl₂), কার্বন গুড়া ,কাঠ কয়লার গুড়া, ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড(MnO₂) দ্বারা তৈরি পেস্ট শুষ্ক কোষের ভেতরে দেওয়া হয়। শুষ্ক কোষের অ্যানোডে জিংক দুটি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয় এবং ক্যাথোডে অবস্থিত ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়।
অ্যানোড বিক্রিয়াঃ
Zn ——-> Zn²+ + 2e-
ক্যাথোড বিক্রিয়াঃ
2MnO₂+ 2NH₄+ + 2e- ——> Mn₂O₃ + 2NH₃ + H₂O
ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড কে শুষ্ক কোষের প্রাণ বলা হয়।
কারণ ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড যতক্ষণ শুষ্ক কোষে থাকে ততক্ষণ ব্যাটারি সচল থাকে। সমস্ত MnO₂ যখন Mn₂O₃ এ পরিণত হয় তখন ব্যাটারি অচল হয়ে যায়।
এজন্য শুষ্ক কোষে MnO₂ ব্যবহার করা হয়।
Leave a comment