যেসব অঞ্চলে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ খুবই কম, সাধারণত 50 সেমির নীচে এবং জলসেচের সুবিধা নেই, সেসব অঞ্চলে খরা সহ্যকারী শস্যের চাষকে শুষ্ক কৃষি বলে।
শুষ্ক কৃষির অবস্থান
দ: আফ্রিকা, মধ্য আমেরিকার মেক্সিকো, দ:-প: ব্রাজিল, প: অস্ট্রেলিয়া, তুরস্ক, লেবানন, সিরিয়া, প: ভারত, মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাংশ ইত্যাদি অঞ্চলে শুষ্ক কৃষিব্যবস্থার প্রচলন আছে।
ভৌগােলিক পরিবেশ : এই ধরনের কৃষি স্বল্প বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে অর্থাৎ খরাপ্রবণ অঞ্চলে প্রচলিত। 50 সেমির কম বৃষ্টিপাতযুক্ত অঞ্চলে দেখা যায়।
চাষের পদ্ধতি : শুষ্ক কৃষিতে জলসেচের ব্যবহার নেই। বছরে একবার চাষের পর জমি ফেলে রাখা হয় এবং আড়াআড়িভাবে জমি চাষ করা হয়।
উৎপন্ন ফসল : খরা সহ্য করতে পারে বা জল কম লাগে এমন শস্যের চাষ হয়, যেমন—মিলেটস জাতীয় শস্য জোয়ার, বাজরা, রাগি প্রভৃতি।
জোতের আয়তন : শুষ্ক কৃষি হল এক ফসলী কৃষিব্যবস্থা যেখানে জোতগুলি ছােটো হয়, কৃষি উৎপাদনের পরিমাণ কম হয়।
Leave a comment