শিরা ও ধমনী কাকে বলে?



 

শিরা : দেহের বিভিন্ন অঙ্গ থেকে উৎপন্ন হয়ে যেসব রক্তবাহী নালী হূদযন্ত্রের দিকে সাধারণত কার্বন ডাই অক্সাইড সমৃদ্ধ রক্ত পরিবহন করে তাদেরকে শিরা বলে।

ধমনী : যেসব রক্তনালীর মাধ্যমে রক্ত হৃদপিণ্ড থেকে দেহের বিভিন্ন অংশে পরিবাহিত হয় তাদেরকে ধমনী বলে।

ধমনীর মধ্যে দিয়ে রক্তের সাথে অক্সিজেন পরিবাহিত হয়। কিন্তু শিরার মধ্যে দিয়ে রক্তের সাথে কার্বন ডাই অক্সাইড পরিবাহিত হয়।