আচরণ পরিবর্তনের প্রধান দুটি কারণ হল শিখন ও পরিমন। প্রক্রিয়া হিসেবে শিখন ও পরিণমন পৃথক হলেও এ দুয়ের মধ্যে সাদৃশ্য লক্ষ করা যায়। এগুলি হল—
-
দুটি প্রক্রিয়াই আচরণের পরিবর্তন ঘটায়।
-
পরিবেশের সঙ্গে অভিযােজনে দুটিরই প্রয়োজন।
-
দুটি ক্ষেত্রেই সংঘটিত পরিবর্তনের প্রকৃতি গুণগত ও পরিমাণগত।
-
দুটিই ব্যক্তিনির্ভর প্রক্রিয়া।
-
শিখন ও পরিণমন দুটিই ব্যক্তির জীবনবিকাশে সহায়তা করে।
-
শিখন ও পরিণমন কীভাবে সম্পন্ন হয় তা জানা যায় না।
-
দুটি প্রক্রিয়াই পরিমাপযােগ্য।
শিখন
- শিখন একটি মানসিক প্রক্রিয়া।
- শিখনের জন্য অনুশীলনের প্রয়ােজন।
- শিখনপ্রক্রিয়ায় ব্যক্তি সক্রিয় থাকে।
- শিখনের জন্য শিক্ষার্থীর মানসিক প্রস্তুতির প্রয়ােজন।
- অনুশীলনের প্রভাবে শিখনের পরিমাণে পার্থক্য ঘটে।
- শিখন শিক্ষার্থীর ও সমাজের চাহিদার দ্বারা নিয়ন্ত্রিত হয়।
- শিখন একটি কৃত্রিম প্রক্রিয়া।
- লিঙ্গভেদে শিখনে কোনাে পার্থক্য দেখা যায় না।
- শিখন স্থায়ী নয়। অনুশীলনের অভাবে ভুলে যাওয়া শিখনের ধর্ম।
- শিখন সারাজীবন ধরে ঘটে।
- শিখন যেহেতু অনুশীলনসাপেক্ষ তাই সর্বজনীন নয়।
- শিখন ব্যক্তির ইচ্ছাধীন।
পরিণমন
- পরিণমন একটি জৈবিক প্রক্রিয়া।
- পরিণমন একটি স্বতঃস্ফুর্ত প্রক্রিয়া| এর জন্য কোনাে অনুশীলনের প্রয়ােজন হয় না।
- পরিণমনের সময় ব্যক্তি সচেতন থাকে না।
- পরিণমন ব্যক্তির কোনােরকম মানসিক প্রস্তুতি ছাড়াই ঘটে।
- বিকাশের বিভিন্ন স্তরে পরিণমনের হারের হ্রাসবৃদ্ধি দেখা যায়। যেমন, শৈশব ও বয়ঃসন্ধিকালে পরিণমন খুব দ্রুত ঘটে।
- পরিণমন ব্যক্তি বা সমাজের চাহিদানির্ভর নয়।
- পরিণমন একটি স্বাভাবিক প্রক্রিয়া।
- একই বয়সে বালক ও বালিকাদের মধ্যে পরিপমনে পার্থক্য দেখা যায়।
- পরিগমন স্থায়ী।
- পরিমন ব্যক্তিজীবনে একটি নির্দিষ্ট বয়স পর্যন্ত ঘটে।
- পরিণমন স্বতঃস্ফূর্ত তাই সর্বজনীন।
- পরিণমন ব্যক্তির ইচ্ছাধীন নয়।
Leave a comment