শ্রেণিকক্ষে, শিক্ষা প্রযুক্তিকে যখন ছােটো ছােটো টিম বা দলে ভাগ করে শিক্ষক শিক্ষা দেন তাকে টিম টিচিং বলে। টিম টিচিং বা যৌথ শিক্ষণ এমন একটা ব্যবস্থা যেখানে দুই বা তার অধিক শিক্ষা সহায়ক উপকরণ নিয়ে সহযােগিতামূলকভাবে একটি টিম সুনির্দিষ্ট সময়ে শিক্ষা পরিকল্পনা, নির্দেশদান এবং মূল্যায়ন করে থাকেন। এখানে টিমের সভ্যরা এক-একটি ব্যাপারে এক-একজন বিশেষজ্ঞ।

(১) শিক্ষক প্রথমে প্রতিটি টিম-এর জন্য একটি সাধারণ সমস্যা উপস্থাপন করবেন। শিক্ষার্থীরা প্রযুক্তির সাহায্য নিয়ে বিভিন্ন উৎস থেকে তথ্যসংগ্রহ করবেন।

(২) প্রতিটি টিম অনুসন্ধান করে কাজের পরিকল্পনা করবে, নিজেদের মধ্যে দায়িত্ব ভাগ করে নেবে। এ ব্যাপারে শিক্ষক প্রতিটি টিমকে সাহায্য করবেন।

(৩) প্রতিটি টিম অনুসন্ধান ও গবেষণালব্ধ ফলের ভিত্তিতে আলােচনার মাধ্যমে দলগত সিদ্ধান্ত গ্রহণ করবে; তবে শিক্ষক প্রতিটি পদক্ষেপ-ই খেয়াল করবেন।

(৪) এরপর প্রতিটি টিম তাদের বিষয়বস্তু কম্পিউটার বা তথ্য প্রযুক্তির সাহায্য নিয়ে উপস্থাপন করবে।

(৫) সবশেষে দলগত ফল ও ব্যক্তিগত শিখনের মূল্যায়ন করা হয়। শিক্ষক প্রত্যক্ষভাবে মূল্যায়ন প্রক্রিয়ায় সাহায্য করবেন।