2010 সালের 1 এপ্রিল থেকে শিক্ষার অধিকার আইনটি চালু হয়। এই আইনটি এখনও সকলের কাছে বিশেষ স্পষ্ট নয়। এর জন্য অর্থ কোথা থেকে আসবে, রাজ্য সরকার ও কেন্দ্রীয় সরকারের আর্থিক দায়দায়িত্ব কী অনুপাতে বন্টিত হবে, সে সম্পর্কে বিতর্ক এখনও চলছে। তবে মােটামুটিভাবে আইনের বিষয়গুলি নীচে সংক্ষিপ্ত আকারে উল্লেখ করা হল一
-
প্রতিটি পিতা-মাতা, অভিভাবক এই বয়সি ছেলেমেয়েদের বাধ্যতামূলকভাবে শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠাবে। যে অভিভাবকরা এই নিয়ম মানবেন না তারা শাস্তি পাবেন।
-
সর্বশিক্ষা অভিযান কর্মসূচির মধ্য দিয়েই এটি বাস্তবায়িত হবে শুধু সরকারি প্রতিষ্ঠান নয়, বেসরকারি প্রতিষ্ঠানগুলিও এর বাস্তবায়নে সরকার নির্দেশিত ভূমিকা পালন করবে।
-
বর্তমানে সর্বশিক্ষা অভিযানে কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে যে আর্থিক ব্যয়ের অনুপাত বর্তমান (55 : 45) তা পরিবর্তিত হয়ে 65 : 35 হবে।
-
এই আইন বাস্তবায়নে শিক্ষকই হবেন মূল ব্যক্তি। এই আইন অনুসারে নতুন শিক্ষাব্যবস্থায় ছাত্র-শিক্ষক অনুপাত হবে 30 : 1। এর জন্য প্রয়ােজন হবে 5 বছরে 5.1 লক্ষ অতিরিক্ত শিক্ষক।
-
রাজ্য সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসন দেখবে, বাড়ি থেকে 1 কিমির মধ্যে যেন নিম্নপ্রাথমিক বিদ্যালয় থাকে (প্রথম ক্ষেত্রে পঞ্চম শ্রেণি পর্যন্ত) এবং 3 কিমির মধ্যে যেন উচ্চপ্রাথমিক বিদ্যালয় (ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি) থাকে। এই দূরত্বের মধ্যে যদি কোনাে কারণে বিদ্যালয় না থাকে, তাহলে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য বিনা ব্যয়ে পরিবহণের ব্যবস্থা করা হবে, না হলে বিদ্যালয়ের কাছাকাছি তাদের বাসস্থানের ব্যবস্থা করতে হবে।
Leave a comment